কিছু দিন পরই ঈদুল আজহা। এই ঈদের অন্যতম পর্ব পশুর চামড়া সংগ্রহ। এই কাজে প্রয়োজন পড়ে লবণের। তাই ঈদের আগেই বেড়েছে লবণের দাম। এ নিয়ে চিন্তায় পড়েছেন দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার বাজার নাটোরের চকবৈদ্যনাথ মোকামের ব্যবসায়ীরা।
সারা বছর কেনাবেচা চলে নাটোরের চকবৈদ্যনাথের চামড়ার বাজারে। তবে ব্যবসায়ীদের মূল লক্ষ্য থাকে কোরবানির ঈদ। দেশের প্রায় অর্ধেক জেলার কাঁচা চামড়া আসে এখানে। বাৎসরিক মোট চামড়ার অর্ধেক সংগ্রহ হয় কোরবানি ঈদে। শেখ হাসিনা সরকার পতনের পর সিন্ডিকেট ভেঙে ঘুরে দাঁড়িয়েছিলেন ব্যবসায়ীরা। আবারও সিন্ডিকেটের কবলে পড়েছে চামড়ার বাজার। এক সপ্তাহ আগেও যে লবণের দাম ছিল ৭০০ টাকা বস্তা, এখন তা ১০৫০-১১০০ টাকা। লবণের চড়া দামের সাথে এবার যোগ হচ্ছে গরুর চামড়ায় নতুন ল্যাম্পি স্ক্রিন ভাইরাস আতঙ্ক।
যেখানে লবণ উৎপাদন করা হয় সেখান থেকেই লবণের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানালেন লবণ ব্যবসায়ীরা। ব্যবসায়ী নেতারা বলছেন, সরকারি সহায়তা পেলে সকল বাধা কাটিয়ে এ বছর চামড়ার একটি ভালো ব্যবসা করতে পারবেন তারা। এবছর নাটোরে ছাগল, গরু, মহিষ মিলিয়ে অন্তত ১৮ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ব্যবসায়ীরা।
ডিবিসি/ রাসেল