পবিত্র ঈদুল আজহার ১২ দিনের ছুটি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) খুলছে রবিবার। আগামীকাল ৯ জুলাই থেকে শুরু হবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ জুন (রবিবার) থেকে ৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ৬ জুলাই (বৃহস্পতিবার) ছুটি শেষ হলেও শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি তাই ৯ জুলাই খুলবে বিশ্ববিদ্যালয়।
এদিকে প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটিয়ে এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্নস্থানে বেড়েছে শিক্ষার্থীদের আনাগোনা। তবে সনাতন ধর্মাবলম্বী ও যাদের বন্ধের পর পরীক্ষা আছে তারা আবাসিক হলে ছিলেন বলে জানা যায়।