বাংলাদেশ, রাজধানী

ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় পৌনে ২ লাখ দর্শনার্থীর সমাগম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১লা এপ্রিল ২০২৫ ০৯:৪২:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রতিবছরই ঈদের দ্বিতীয় দিন জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। আজও তার ব্যতিক্রম হয়নি। এ বছরের ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় প্রায় পৌনে দুই লাখ দর্শনার্থীর সমাগম ঘটেছে।

মঙ্গলবার (১লা এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।

তিনি জানান, আজ সারা দিন চিড়িয়াখানায় একইভাবে দর্শনার্থীরা এসেছে। সারা দিন ভেতরে মানুষ প্রবেশ করেছে, বের হয়েছে। সব মিলিয়ে ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার মানুষের সমাগম হয়েছে।


সরেজমিনে দেখা যায়, চিড়িয়াখানার দিকের সড়কে ব্যাপক যানজট। দীর্ঘ সময় লোকজনকে যানজটে বসে থাকতে হয়েছে। অনেকেই বাস থেকে নেমে হেঁটে চিড়িয়াখানায় গিয়েছেন। একদিকে চিড়িয়াখানার রাস্তায় যেমন ব্যাপক যানজট, অন্যদিকে এই সড়কের ফুটপাত প্রশস্ত হলেও অসংখ্য ভ্রাম্যমাণ দোকান বসায় দর্শনার্থীদের হাঁটতেও বেশ বেগ পেতে হয়েছে। 

 

অনেকেই জানান, মিরপুর-১ নম্বর এলাকার সনি সিনেমা হল এলাকা থেকে চিড়িয়াখানা পর্যন্ত আসতে অনেকেরই এক ঘণ্টার মতো সময় লেগেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে জানানো হয়, এখানে বাঘ, ভালুক, হরিণ, সিংহ, বানর, জলহস্তী, কুমির, সাপ, ইম্পালা, গয়াল, লামা, ময়না, টিয়া, ক্যাঙারু, জিরাফ, জেব্রা, হাতি, ময়ূর, উটপাখি, ইমু, শঙ্খচিল, কুড়াবাজ, তিলাবাজ, গন্ডার, হায়েনাসহ ১৩৬ প্রজাতির ৩ হাজার ৩৪টি প্রাণী ও পাখি রয়েছে।

 

প্রাণী ও পাখির প্রতি আকর্ষণের জায়গা থেকে ঈদের সময় চিড়িয়াখানায় বহু শিশু-কিশোরের আগমন ঘটে। যেহেতু শিশু-কিশোরেরা এখানে আসতে চায়, সে কারণে বহু পরিবারের সমাগম ঘটে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন