বাংলাদেশ, ভ্রমণ

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু আজ

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২১শে মে ২০২৫ ০৯:১৮:২২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (২১শে মে) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১শে মে থেকে যাত্রা শুরুর ১০ দিন আগে আজ আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা শুরু হয়েছে। সে হিসেবে পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের ৩১শে মে'র অগ্রিম টিকিট সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

এছাড়া ১লা জুনের টিকিট বিক্রি হবে ২২শে মে; ২রা জুনের টিকিট বিক্রি হবে ২৩শে মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪শে মে; ৪ঠা জুনের টিকিট বিক্রি হবে ২৫শে মে; ৫ই জুনের টিকিট বিক্রি হবে ২৬শে মে এবং ৬ই জুনের টিকিট বিক্রি হবে ২৭শে মে।

ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০শে মে। ওইদিন ৯ই জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এছাড়া ১০ই জুনের টিকিট ৩১শে মে, ১১ই জুনের টিকিট ১লা জুন, ১২ই জুনের টিকিট ২রা জুন, ১৩ই জুনের টিকিট ৩রা জুন, ১৪ই জুনের টিকিট ৪ঠা জুন এবং ১৫ই জুনের অগ্রিম টিকিট ৫ই জুন পাওয়া যাবে।

 

রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তারা শুধুমাত্র লগইন করেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

 

ডিবিসি/ রাসেল 

আরও পড়ুন