বাংলাদেশ, জেলার সংবাদ

ঈদে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২৬শে এপ্রিল ২০২৩ ০৩:১৯:০০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝালকাঠিতে ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো নবগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের কামাল হাওলাদারের দুই মেয়ে সোনালী (৮) ও রূপালী (৬)। 

স্বজনরা জানান, দুপুরে দুই বোন গোসল করতে নেমে পার্শ্ববর্তী খালে ডুবে যায়। অনেক  খোঁজাখুঁজির পর সন্ধ্যায় স্থানীয়রা দুই শিশুর মৃতদেহ খালে ভাসতে দেখে পরিবারের কাছে খবর দেয়। স্বজনরা গিয়ে খাল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।


নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ বলেন, দুই বোন পানিতে ডুবে গেলে তাদের অনেক খোঁজাখুঁজি করার পরে বিকেলে লাশ উদ্ধার করা হয়। দুই বোন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো। তাদের লাশ বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) খোকন হাওলাদার বলেন, শিশু দুটি পানিতে ডুবেই মারা গেছে। এখানে পরিবারের কোন অভিযোগ নেই, তাই লাশ সুরতহাল রিপোর্ট শেষে দাফন দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।


ডিবিসি/কেএমএল

আরও পড়ুন