কোরবানির ঈদ সামনে রেখে উত্তাপ ছড়াচ্ছে রাজধানীর মসলার বাজার। শুক্রবার (২৩শে মে) সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে জানা যায়, সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে এলাচের দাম। বাড়তি জিরা এবং কাজু বাদামের দরও। এনিয়ে দুশ্চিন্তায় রয়েছে ক্রেতারা। তবে, খুচরা বিক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে। কিছুটা কমেছে সয়াবিন তেল, মাছ, মুরগিসহ কয়েকটি পণ্যের দাম।
ঈদুল আজহার বাকি সপ্তাহ দুয়েক। এর মধ্যেই রাজধানীর বাজারে বেড়েছে কোরবানির ঈদ উৎসবে রান্নার অন্যতম অনুষঙ্গ মসলার দাম। মানভেদে এলাচের কেজিতে গুণতে হচ্ছে বাড়তি ২০০ থেকে ৩০০ টাকা। বিক্রি হচ্ছে সাড়ে হাজার থেকে ৪ হাজার ৮০০ টাকা কেজি। ৫০ টাকা বেড়ে জিরার দাম ৬৮০ থেকে ৭০০ টাকা। আর কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়েছে কাজু বাদামের দর।
গরম মসলার দামের এমন উর্ধ্বগতিতে ক্ষুব্ধ ক্রেতারা। তবে, ২ টাকা কমে সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৮ টাকা লিটার। কমেছে মাছ এবং মুরগির দাম। অপরিবর্তিত আছে পেঁয়াজ, রসুন, আদা ও ধনেগুঁড়ার দাম।
ডিবিসি/এএনটি