খেলাধুলা, ক্রিকেট

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মোস্তাফিজুর রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উইজডেনের ২০২৫ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে নিজের নাম লিখিয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। ১৮ দশমিক শূন্য ৩ গড় ও ৬ দশমিক ৭৮ ইকোনমিতে তিনি শিকার করেছেন ৫৯টি উইকেট, যার মধ্যে ২৬টি এসেছে বাংলাদেশের জার্সিতে। এই দুর্দান্ত পারফরম্যান্সই তাকে বিশ্বসেরাদের কাতারে জায়গা করে দিয়েছে।

দলের ব্যাটিং অর্ডারের শুরুতে ওপেনার হিসেবে রাখা হয়েছে অভিষেক শর্মা ও ফিল সল্টকে। ২০২৫ সালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে না থাকলেও, অভিষেক ৪১ ম্যাচে ১৬০২ রান তুলেছেন দুইশ-এর বেশি স্ট্রাইকরেটে এবং হাঁকিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩টি শতক। তার অর্ধেক রান করা অন্য কোনো ব্যাটারেরও এমন স্ট্রাইকরেট নেই। রানের হিসেবে অভিষেকের পরেই আছেন ইংলিশ ওপেনার ফিল সল্ট, যিনি ৫৩ ম্যাচে করেছেন ১৫৭৫ রান। ওয়ানডাউনে আছেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার দেওলাদ ব্রেভিস, যিনি ১৮১ স্ট্রাইকরেটে ১২০০ রান করেছেন।

 

মিডল অর্ডারে অলরাউন্ডার হিসেবে আছেন ইংল্যান্ডের স্যাম কারেন, যিনি ব্যাট ও বল দুই ক্ষেত্রেই বিশাল অবদান রেখেছেন। ১৫২১ রান করার পাশাপাশি তিনি ৫১টি উইকেট নিয়েছেন। সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলা এই তারকার ব্যাটিং স্ট্রাইকরেট ১৪৩। এরপরের নামগুলো হলো দনোভান ফেরেইরা, টিম ডেভিড ও সুনিল নারিন। ফেরেইরা ১৮৭ স্ট্রাইকরেটে ৮০৯ রান করার পাশাপাশি বল হাতে ১৩টি উইকেট নিয়েছেন এবং টিম ডেভিড ১৭৩ স্ট্রাইকরেটে করেছেন ১২৩১ রান। অন্যদিকে মিস্ট্রি স্পিনার সুনিল নারিন ব্যাট হাতে ৩৯৫ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ৩৬টি। দলে আছেন আরেক মিস্ট্রি স্পিনার বরুন চক্রবর্তীও।

 

বোলিং আক্রমণে জেসন হোল্ডার অবধারিতভাবেই দলে জায়গা পেয়েছেন, কারণ ২০২৫ সালে ৬৯ ম্যাচ খেলে সর্বোচ্চ ৯৭টি উইকেট শিকার করেছেন তিনি। তার সাথে পেস আক্রমণে আছেন ৫৮ উইকেট নেওয়া কিউই বোলার জ্যাকব ডাফি।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন