বাংলাদেশ, জেলার সংবাদ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড

টেকনাফ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ক্যাম্পের ১৬ নম্বর ব্লকের ডি-৪ এলাকায় ব্র্যাক এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্রে (লার্নিং সেন্টার) প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে পার্শ্ববর্তী বসতঘর ও শেডগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে। ক্যাম্পের ঘনবসতিপূর্ণ কাঠামোর কারণে আগুনের ভয়াবহতা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর আগে গত ২৬ ডিসেম্বর সকালে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে আগুন লাগে। তার আগের দিন, ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে দশটিরও বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন