রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে বুয়েটের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেখতে সুন্দর না হওয়া ও উচ্চতা কম হওয়ায় এমন বিষণ্ণতা থেকে এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে একটি সুত্র নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে গনকটুলী এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে হাজারীবাগ থানা পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম- রাকিবুল হাসান রাফি (২১)। সে বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তার বাবার নাম মো. ইসফাক।
জানা যায়, গতকাল রাতে পরিবারের সাথে রাতের খাবার খেয়ে নিজ রুমে ঘুমাতে যায় রাফি। সকালে তার রুমের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করে তার কোন সাড়াশব্দ পায়নি। রুমের বাইরে থেকে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে- সে মানসিক বিষণ্ণতায় ভুগছিল।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী ডিবিসি নিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে তিনি কোন বিষয় নিয়ে উদ্বিগ্ন ছিলেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ডিবিসি/কেএমএল