নাটোর ও ইয়াসিনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ বুধবার রাত ৯টার দিকে নাটোর রেলওয়ে স্টেশন এবং ইয়াসিনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় গিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান, রাত ৯টার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি নাটোর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন বিকল হওয়ায় ইয়াসিনপুর এবং নাটোর স্টেশন এর মাঝামাঝি জায়গায় থেমে যায়। এতে করে উত্তরাঞ্চলের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে জানানো হয়েছে।
তিনি আরও জানান, ইঞ্জিন মেরামতের চেষ্টা করা হচ্ছে। যদি তা সম্ভব না হয় তাহলে ঢাকা অথবা পার্বতীপুর থেকে ইঞ্জিন এনে রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে। এতে করে ৪ থেকে ৫ ঘন্টা সময় লেগে যেতে পারে। কয়েকদিন আগে টাঙ্গাইলে দুর্ঘটনার কারণে এমনিতেই ট্রেনটি তিন চার ঘন্টা বিলম্বে চলছিল।
ডিবিসি/ এইচএপি