রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ২৭ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আজ ২২শে জুুলাই (মঙ্গলবার) সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালিত হচ্ছে। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের পাঠানো এক বিবৃতিতে গতকাল ২১শে জুলাই (সোমবার) এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে দেশের সকল মসজিদের খতিব, ইমাম এবং মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আজ (মঙ্গলবার) বাদ জোহর দুপুর দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে একটি বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই বিমান এবং ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটিতে সেসময় বহু শিক্ষার্থী উপস্থিত ছিল, যাদের অনেকেই এই দুর্ঘটনায় হতাহত হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরাসহ আশেপাশের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধারকাজ শুরু করে। পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেন। বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ খবর অনুযায়ী, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/জেআরওয়াই