বাংলাদেশ, জেলার সংবাদ

উত্তরায় অগ্নিকাণ্ড: ফজলে রাব্বিসহ স্ত্রী-সন্তানের মরদেহ কুমিল্লায়, দাফন শনিবার সকালে

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত কাজী ফজলে রাব্বী, তার স্ত্রী ও সন্তানের মরদেহ কুমিল্লায় আনা হয়েছে। শুক্রবার রাতে ঢাকায় জানাজা শেষে তাদের মরদেহ কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীরপাড়ের বাসায় নিয়ে আসা হয়।

নিহতরা হলেন কুমিল্লা নগরীর নানুয়াদিঘীর পশ্চিম পাড়ের বাসিন্দা কাজী ফজলে রাব্বী (৩৭), তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা (৩০) এবং তাদের তিন বছরের শিশু সন্তান কাজী ফায়াজ রিশান। শুক্রবার রাতে কুমিল্লা নগরীর দারোগা বাড়ি মাজার প্রাঙ্গণ ও সংলগ্ন জামে মসজিদে তাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

 

একমাত্র ছেলে, পুত্রবধূ ও নাতির নিথর দেহ দেখে রাব্বীর বাবা কাজী খোরশেদুল আলম ও মা ফেরদৌস আরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। উল্লেখ্য, রাব্বীর মা ফেরদৌস আরা কুমিল্লার নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক এবং বর্তমানে তিনি দেবিদ্বার গার্লস হাইস্কুলে কর্মরত আছেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন