রাজধানীর উত্তরা সেক্টর-৪-এর আবাসিক এলাকায় গড়ে ওঠা অবৈধ বাণিজ্যিক কার্যক্রম বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আবাসিক প্লটে পরিচালিত একাধিক রেস্টুরেন্ট, ফাস্ট ফুডের দোকান ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান সিলগালা করা হয়। একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান বলেন, “উত্তরা সেক্টর-৪-এর আবাসিক এলাকায় অবৈধ বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। যেসব ভবন আবাসিক হিসেবে অনুমোদিত হলেও সেখানে বাণিজ্যিক কার্যক্রম চালানো হচ্ছে, তা রাজউকের আইন ও বিধিমালার পরিপন্থী। অভিযানে আজোয়া, টেস্টি, হট কেক, বিসমিল্লাহ সুইটসসহ একাধিক রেস্টুরেন্ট ও ফাস্ট ফুডের দোকান সিলগালা করা হয়।
ম্যাজিস্ট্রেট আরও জানান, অভিযানকালে একটি শিক্ষাপ্রতিষ্ঠান পাওয়া গেলে সেটি হঠাৎ বন্ধ না করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে স্থানান্তরের জন্য সময় দেওয়া হয়েছে। এছাড়া একটি 'ফক্স হাউজ' রেস্টুরেন্টে মালিকপক্ষের কেউ উপস্থিত না থাকায় সেটি সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
খাজানা রেস্টুরেন্টে পৃথক অভিযান চালিয়ে দেখা যায়, বহুতল আবাসিক ভবনের নিচতলা ও দোতলায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভবনটি আবাসিক রূপে ফিরিয়ে না আনলে জরিমানা ও কারাদণ্ডের ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন ম্যাজিস্ট্রেট।
এ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়নি জানিয়ে ম্যাজিস্ট্রেট বলেন, দোকানমালিক ও ভবনমালিকদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে অভিযান সম্পন্ন হয়েছে। রাজউক কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও আবাসিক এলাকায় অ-আবাসিক কার্যক্রম রোধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
ডিবিসি/কেএলডি