বাংলাদেশ, রাজধানী

উত্তরায় বিমান বিধ্বস্তে অনেক হতাহতের শঙ্কা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ২১শে জুলাই ২০২৫ ০২:১৬:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

সোমবার (২১শে জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং এরপর মাইলস্টোন কলেজ এলাকায় সেটি বিধ্বস্ত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে। বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল এফ-৭ বিজিআই মডেলের।

 

মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, এই দুর্ঘটনায় কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক হতাহতের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে।
 

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কমপক্ষে ১জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন