রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এছাড়া নারী ও শিশুসহ আহত হয়েছেন ১৫০ জনের বেশি।
সোমবার (২১শে জুলাই) বিকেলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার কাজ এখনো চলমান আছে। আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
সর্বশেষ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিমান বিধ্বস্তের ঘটনায় ১৬৪ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
ডিবিসি/এমএআর