বাংলাদেশ, জাতীয়

উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

সোমবার ২১শে জুলাই ২০২৫ ০৪:৫৫:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২১ জুলাই) এক বিবৃতিতে তিনি এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে তিনি জামায়াতের সর্বস্তরের নেতাকর্মী ও এলাকাবাসীকে উদ্ধারकार्य ও আহতদের চিকিৎসায় সর্বাত্মকভাবে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, "২১ জুলাই সোমবার আনুমানিক বেলা ১টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির এবং বহুসংখ্যক শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই হৃদয়বিদারক সংবাদে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।"

 

ডা. শফিকুর রহমান আরও বলেন, "আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল স্তরের জনশক্তি এবং স্থানীয় জনসাধারণকে অবিলম্বে উদ্ধারকাজে অংশগ্রহণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সর্বাত্মক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।" তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, "মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করছি তিনি যেন নিহতদের শহীদ হিসেবে কবুল করে নেন এবং তাদের জান্নাতবাসী করেন।"

 

বিবৃতিতে ডা. শফিকুর রহমান নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, "আমরা আহত সকলের আশু ও পরিপূর্ণ সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহতদের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসা ও প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি।" এই দুর্ঘটনার পর সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে এবং আহতদের জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।

 

ডিবিসি/জেআরওয়াই

আরও পড়ুন