আন্তর্জাতিক, আমেরিকা

উত্তর আটলান্টিকে আটক তেলবাহী ট্যাঙ্কারের ২ রুশ নাবিককে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আটক একটি তেল ট্যাঙ্কারের দুই রুশ ক্রু সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে রাশিয়ার পথে রয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। চলতি মাসের শুরুর দিকে উত্তর আটলান্টিকে রাশিয়ার পতাকাবাহী ‘মেরিনেরা’ নামের জাহাজটি মার্কিন বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

 

যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, এই জাহাজটি একটি তথাকথিত ‘ছায়া নৌবহর’ বা শ্যাডো ফ্লিটের অংশ। মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে জাহাজটি ভেনেজুয়েলা, রাশিয়া এবং ইরানের মতো দেশগুলো থেকে তেল পরিবহনের কাজে লিপ্ত ছিল। জাহাজটি আটকের পর আমেরিকান কর্মকর্তারা জানিয়েছিলেন, মেরিনেরার ক্রু সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হতে হবে। তবে ওয়াশিংটনের এমন হুঁশিয়ারিকে রাশিয়া ‘স্পষ্টতই অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছিল এবং তীব্র প্রতিবাদ জানিয়েছিল।

 

বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে (RIA Novosti) বলেন, দুইজন রুশ নাবিককে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা রাশিয়ার পথে রয়েছেন।

 

রাশিয়া শুরুতে জাহাজ আটকের এই ঘটনাকে ‘সামুদ্রিক জলদস্যুতা’ বলে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছিল। তবে পরবর্তীতে তারা জানায়, মার্কিন কর্মকর্তারা মেরিনেরার আটক দুই রাশিয়ান ক্রু সদস্যকে মুক্তি দিতে সম্মত হয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালে ওয়াশিংটন এই জাহাজটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা সেই সময় ‘বেলা ১’ (Bella 1) নামে পরিচিত ছিল।

 

যদিও দুই রুশ নাবিকের মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে মেরিনেরা জাহাজে থাকা বাকি ১৭ জন ইউক্রেনীয়, ৬ জন জর্জীয় এবং ৩ জন ভারতীয় ক্রু ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

 

তথ্যসূত্র: দ্য মস্কো টাইমস

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন