আন্তর্জাতিক, এশিয়া

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মৃত্যুর গুজব

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

রবিবার ২৬শে এপ্রিল ২০২০ ০৪:২৯:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মারা গেছেন বলে দাবি করেছে হংকংয়ের রাষ্ট্র সমর্থিত স্যাটেলাইট টিভি চ্যানেল এইচকেএস টিভি।

তবে অন্যকোন গণমাধ্যম থেকে এমন কোন খবর পাওয়া যায়নি। এমনকি টিভি চ্যানেলটির উপপরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে কিমের মৃত্যু নিয়ে একটি পোস্টও দিয়েছেন।  

ওয়েইবোতে উপ-পরিচালকের ৫০ লাখেরও বেশি অনুসারী থাকায় এই খবরটি দ্রুতই ছড়িয়ে পড়ে। তবে হংকং ব্রডকাস্ট নেটওয়ার্ক এই খবর ‘ভুয়া’ বলে জানিয়েছে। কিমের মৃত্যুর বিষয়টি গুজব বলে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া, আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম এখনো তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পারেনি।

এদিকে, শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কিম জন উনকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দিতে দেশটিতে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠিয়েছে চীন। গতবছরের আগস্ট থেকেই কিম হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। সমস্যা প্রকট হলে চলতি মাসে অস্ত্রোপচারের প্রয়োজন হয়।

দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকে গত সপ্তাহে এক প্রতিবেদনে ১২ই এপ্রিল তার কার্ডিওভাসকুলারের অস্ত্রোপচারের খবর দেয়।

আরও পড়ুন