আন্তর্জাতিক, ভারত

উত্তর ভারতে প্রবল বৃষ্টিতে নিহত ১২, নিখোঁজ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১লা আগস্ট ২০২৪ ১০:০৫:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের উত্তরাঞ্চলের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাতে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। দেশটির জরুরি উদ্ধারকারী কর্মীরা অভিযান চালিয়ে উত্তর ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টিতে আটকা পড়া অন্তত এক হাজার মানুষকে উদ্ধার করেছেন।

বৃহস্পতিবার (১লা আগস্ট) দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, ভারী বৃষ্টিপাতে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ বলেছে, বুধবার গভীর রাতে রাজধানী দিল্লিতে তুমুল বৃষ্টিপাত হয়েছে। দিল্লির পূর্বাঞ্চলে ও এর আশপাশের এলাকায় মোট ১৪৭ মিলিমিটার (৫.৮ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, ভারী বৃষ্টিপাতে কেবল দিল্লিতেই সাতজনের প্রাণহানি ঘটেছে। কর্মকর্তারা বলেছেন, উত্তরাখণ্ড রাজ্যে তিনজন মারা গেছেন। সেখানে পানির স্রোতে দুটি সেতুর কিছু অংশ ভেসে গেছে। এই রাজ্যে অল্প সময়ের মাঝে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে পার্বত্য অঞ্চলে যোগাযোগে বিঘ্ন ঘটছে।

টেলিফোনে বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেলা কর্মকর্তা সৌরভ গহরওয়ার বলেছেন, উদ্ধারকর্মীরা কেদারনাথ রুটের বিভিন্ন স্থানে আটকা পড়া এক হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করেছেন। কেদারনাথের একটি জাতীয় মহাসড়ক বৃষ্টির পানিতে ভেঙে গেছে।

আকস্মিক বন্যা ও ভূমিধস প্রবণ রাজ্য উত্তরাখণ্ডে ২০১৩ সালে রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়। ওই সময় কেদারনাথে তীর্থযাত্রায় যাওয়া প্রায় ৬ হাজার হিন্দু ভক্ত নিখোঁজ হয়ে পড়েন।

প্রতিবেশী হিমাচল প্রদেশ রাজ্যে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় দুজন মারা গেছেন এবং প্রায় ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর শেয়ার করা ছবিতে উদ্ধারকর্মীদের দড়ি দিয়ে স্রোত পার হতে দেখা যায়।

হিমাচল প্রদেশের রাজধানী শিমলার জেলা কর্মকর্তা জ্যোতি রানা রয়টার্সকে বলেন, ‌‌সেখানকার পরিস্থিতি বেশ খারাপ এবং আমরা ধ্বংসস্তূপ থেকে মানুষ, মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছি।

কিছু জলবায়ু বিশেষজ্ঞ গত কয়েক বছরে ভারত, পাকিস্তান ও নেপালের পাহাড়ে দেখা দেওয়া চরম বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং প্রাণঘাতী ভূমিধসের ঘটনায় জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।

চলতি সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের চা বাগান ও পাহাড়ি গ্রামে ভয়াবহ ভূমিধসে ২৯০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আকস্মিক ভারী বৃষ্টিপাতের পর দফায় দফায় ভূমিকম্পে মাটির নিচে চাপা পড়েছেন আরও কয়েকশ মানুষ; যারা এখনও নিখোঁজ রয়েছেন।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন