রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
গত ১৯ ডিসেম্বর দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বাদ্যযন্ত্র ও নথিপত্র নিয়ে মঙ্গলবার উদীচী প্রাঙ্গণে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সঙ্গে সংবাদ সম্মেলন করে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংগঠনের কর্মীরা।
প্রদর্শনীতে আগুনে ভস্মীভূত ঢোল, তবলা, হারমোনিয়াম, বই, প্রপস-কস্টিউমস ও আসবাবপত্র সাধারণের সামনে তুলে ধরা হয়। ছাই ও কাঠ কয়লার আবরণে ঢাকা এসব বাদ্যযন্ত্র দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উদীচীর সাংস্কৃতিক কর্মীরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উদীচী কার্যালয়ে এই হামলা দেশের প্রগতিশীল আন্দোলনের ওপর একটি সরাসরি আক্রমণ। তবে কার্যালয় ও বাদ্যযন্ত্র পুড়ে গেলেও অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে তাদের সাংস্কৃতিক আন্দোলনকে দমানো যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন কর্মীরা।
বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এবং ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডে ভবনে থাকা অনেক গুরুত্বপূর্ণ নথি ও বাদ্যযন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
ডিবিসি/পিআরএএন