বাংলাদেশ

উদীচীর অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকা ক্ষতির দাবি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

গত ১৯ ডিসেম্বর দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বাদ্যযন্ত্র ও নথিপত্র নিয়ে মঙ্গলবার উদীচী প্রাঙ্গণে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সঙ্গে সংবাদ সম্মেলন করে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংগঠনের কর্মীরা।


প্রদর্শনীতে আগুনে ভস্মীভূত ঢোল, তবলা, হারমোনিয়াম, বই, প্রপস-কস্টিউমস ও আসবাবপত্র সাধারণের সামনে তুলে ধরা হয়। ছাই ও কাঠ কয়লার আবরণে ঢাকা এসব বাদ্যযন্ত্র দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উদীচীর সাংস্কৃতিক কর্মীরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উদীচী কার্যালয়ে এই হামলা দেশের প্রগতিশীল আন্দোলনের ওপর একটি সরাসরি আক্রমণ। তবে কার্যালয় ও বাদ্যযন্ত্র পুড়ে গেলেও অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে তাদের সাংস্কৃতিক আন্দোলনকে দমানো যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন কর্মীরা।


বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এবং ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডে ভবনে থাকা অনেক গুরুত্বপূর্ণ নথি ও বাদ্যযন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন