ক্রিকেট

উদ্ভট উটের পিঠে চলেছে বাংলাদেশের ক্রিকেট

আবু বকর

ডিবিসি নিউজ

রবিবার ২১শে নভেম্বর ২০২১ ০৪:৩১:০৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্যাটিংয়ে করতে হবে উন্নতি, কিন্তু কিভাবে তা কেউ জানে না। প্র্যাক্টিসে সবাই সিরিয়াস, কিন্তু ম্যাচে হচ্ছে ক্যাচ ড্রপ- তারও নেই কোন ব্যাখ্যা।

বারবার একই ভুল, একই অনুশোচনায় বাংলাদেশ ক্রিকেটে এখন হারই যেন নিয়তি। পাকিস্তানের কাছে সিরিজ হারের পর বরাবরের মত চলছে কারণ অনুসন্ধান।

উদ্ভট উটের পিঠে চলেছে বাংলাদেশের ক্রিকেট। ঝড় কিংবা প্রলয়, কোন কিছুতেই নেই হেলদোল। শুধু নির্জীব ক্লান্ত শরীরে এগিয়ে চলা। টিকে থাকাই এখানে সফলতার সংজ্ঞা, লড়াই-সেটা আবার কি। ওপেনিং, টপ অর্ডারের ব্যর্থতা শব্দগুলো এখন ভক্তদের কাছে বিরক্তির নাম।

বেটার ব্যাটিং বিষয়টাই এখন বড় এক ধাঁধা। যার উত্তর নেই ক্রিকেটারদের কাছেও। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ১২০ বলের খেলায় ৫৭ বলই ডট দিয়েছে বাংলাদেশ। কষ্টেসৃষ্টে যে কটা রান বোর্ডে উঠেছিল, তাও ডিফেন্ড করা যায় নি ক্যাচ ড্রপ আর মিস ফিল্ডিংয়ে। এরও যেন নেই কোন সমাধান।

সিরিজ হাতছাড়া করে নাজমুল শান্ত বলেন, আমাদের ব্যাটিংটা ভালো হচ্ছে না। আমরা যদি আরও ভালো ব্যাট করতে পারতাম তাহলে ম্যাচ আরও ভালো হতো। গত কয়েক ম্যাচে আমরা ভালো ফিল্ডিং করিনি। তবে সবাই ভালো ফিল্ডিং প্যাকটিস করে। এটাতে আমাদের কোন ঘটাতি নেই।

অন্যদিকে, বাংলাদেশের মাটিতে স্লোগান, সমর্থন, জয়-সবই এই সিরিজে পেয়েছে পাকিস্তান দল। তাই তো ম্যাচ শেষে বাবর আজম বুক ফুলিয়ে বলে যায় কিভাবে তারা বাংলাদেশকে চাপে রেখেছেন।

বাংলাদেশের ক্রিকেটের জন্য এরপর শুধু একটা কথাই বলার থাকে, আফসোস।

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। এতে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে সফরকারী দল।

আরও পড়ুন