আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য ভিসা আবেদন ও ভ্রমণ পরিষেবা সহজ করতে ‘নুসুক উমরা’ নামে একটি নতুন অনলাইন সেবা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা কোনো মধ্যস্থতাকারী বা এজেন্ট ছাড়াই সরাসরি ওমরাহ ভিসার জন্য আবেদন এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী আবাসন, পরিবহন ও অন্যান্য পরিষেবা বুক করতে পারবেন।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে জানানো হয়েছে, গত বুধবার (২০শে আগস্ট) এই নতুন সেবাটি চালু করা হয়। এর মূল লক্ষ্য হলো ওমরাহযাত্রীদের উন্নতমানের সেবা প্রদান এবং তাদের ধর্মীয় যাত্রার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলা।
‘নুসুক ওমরাহ’ সেবার মাধ্যমে উমরাযাত্রীরা এখন থেকে এজেন্টের ওপর নির্ভর না করে https://umrah.nusuk.sa/ ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি ভিসার আবেদন করতে পারবেন।
ব্যবহারকারীরা সমন্বিত প্যাকেজ বেছে নিতে পারবেন অথবা নিজেদের পছন্দ অনুযায়ী ভিসা, আবাসন, পরিবহন এবং ট্যুরের মতো পৃথক পরিষেবাগুলো আলাদাভাবে বুক করতে পারবেন।
এই সেবাটি অনুমোদিত এজেন্টদের মাধ্যমে ওমরাহ করার প্রচলিত ব্যবস্থার পাশাপাশি একটি নতুন বিকল্প হিসেবে কাজ করবে। অর্থাৎ, এজেন্টের মাধ্যমে যাওয়ার সুযোগও থাকছে।
সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্য পূরণের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশটি আরও বেশি সংখ্যক মুসলমানকে ওমরাহর সুযোগ দিতে এবং তাদের যাত্রা আরামদায়ক করতে চায়।
ডিবিসি/এমইউএ