ব্রাজিলিয়ান দাপটে স্রেফ উড়ে গেল উরুগুয়ে। একতরফা সেমি-ফাইনালে বিশাল জয়ে ব্রাজিলের মেয়েরা পৌঁছে গেলেন আরও একটি শিরোপার দুয়ারে। উইমেন’স কোপা আমেরিকার সেমি-ফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে পা রাখে ব্রাজিল।
মঙ্গলবার (২৯শে জুলাই) একুয়েডরের কিতোয় দুই অর্ধে দুটি গোল করেন ফরোয়ার্ড আমান্দা গুতিয়েহেস, একটি করে গোল করেন কিংবদন্তি মার্তা এবং দুই তরুণ ফরোয়ার্ড জিও গার্বেলিনি ও দুদিনিয়া। উরুগুয়ের কেউ গোল করতে পারেননি। তাদের একমাত্র গোলটি ব্রাজিলের আত্মঘাতী।
প্রথম চার আসরে টানা চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৬ আসরে তারা হেরে যায় আর্জেন্টিনার কাছে। সেই অঘটনের পুনরাবৃত্তি হয়নি আর। পরের চার আসরে ট্রফি জিতে এখন তারা টানা পঞ্চমের অপেক্ষায়। ফাইনালে তাদের প্রতিপক্ষ গত আসরের আরেক ফাইনালিস্ট কলম্বিয়া। সেমি-ফাইনালে এবার আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে আবার ফাইনালে এসেছে তারা।
শনিবারের ফাইনালে পরিষ্কার ফেভারিট ব্রাজিল। তবে কলম্বিয়াকে হালকাভাবে নিচ্ছেন না সেমিতে দুই গোল করা গুতিয়েহেস। তিনি বলেন, আমরা খুবই খুশি। আমার প্রথম ফাইনাল এটি। কোচের সঙ্গে আমরা যে কঠোর পরিশ্রম করছি, সেটিরই প্রতিফলন আমাদের এই ফল। কলম্বিয়া খুবই কঠিন প্রতিপক্ষ। তবে ট্রফি জিততে আমরা প্রচণ্ড পরিশ্রম করছি।
ফাইনালে উঠে ২০২৮ অলিম্পিকসে জায়গা নিশ্চিতও করে ফেলেছে ব্রাজিল। ২০২৪ অলিম্পিকসের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরে ব্রাজিল পেয়েছিল রুপা।
ডিবিসি/কেএলডি