আন্তর্জাতিক

উহানে ৯ দিনে ৬৫ লাখ করোনার নমুনা পরীক্ষা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ২৭শে মে ২০২০ ০৩:০৯:০২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনের উহান শহরে ৯ দিনে ৬৫ লাখেরও বেশি মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

বিশ্বে দ্বিতীয় ধাপে করোনা প্রাদুর্ভাবের আশঙ্কায় এর উৎসস্থলে ব্যাপকভাবে এ পরীক্ষার উদ্যোগ নিয়েছে বেইজিং।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ১৫ থেকে ২৩শে মে পর্যন্ত উহানে ৯০ লাখেরও বেশি মানুষের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৬৫ লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে। শহরজুড়ে ফের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে উহানের এক কোটি ১০ লাখ বাসিন্দার সবার নমুনা ১০ দিনের মধ্যে পরীক্ষার পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।

করোনা প্রাদুর্ভাব বাড়তে থাকায় প্রায় তিন মাস কঠোর লকডাউনে ছিল উহান। সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর ৮ই এপ্রিল লকডাউন তুলে নেয়া হয়। চলতি মাসের ৯ ও ১০ তারিখে একটি আবাসিক কমপ্লেক্সে নতুন করে ছয় ব্যক্তির করোনভাইরাস ধরা পড়লে কর্তৃপক্ষ শহরের সব বাসিন্দার নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়।

আরও পড়ুন