প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
শনিবার (২৬শে জুলাই) খুলনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এআই-কে আধুনিক হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, এর অপব্যবহার অস্ত্রের চেয়েও ভয়াবহ হতে পারে।
সিইসি জানান, নির্বাচনকে প্রভাবিত করার জন্য প্রযুক্তিনির্ভর যেকোনো ধরনের হস্তক্ষেপ ঠেকাতে নির্বাচন কমিশন সতর্ক রয়েছে। আগামী নির্বাচনে ভোটারদের আস্থা ফিরিয়ে আনাকেও তিনি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে নারী ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাকে গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন তিনি।
নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বা জালিয়াতি প্রতিরোধে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। সিইসি বলেন, নির্বাচনের আগে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কমিশন বদ্ধপরিকর। তিনি আরও বলেন, “আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না, দিনের আলোতেই সব কার্যক্রম হবে।”
খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। ওই সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এমইউএ