বাংলাদেশ, শিক্ষা

এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে জুন ২০২৫ ০৭:৪৮:৩৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সারা দেশে আজ থেকে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬শে জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এই পাবলিক পরীক্ষা শুরু হবে, যা দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৫৫ হাজারের বেশি, আলিম পরীক্ষায় ৮৬ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৯ হাজারের বেশি পরীক্ষার্থী রয়েছেন। তবে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮২ হাজার কমেছে।

 

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে ও পরীক্ষার্থীদের সুরক্ষায় আগামী ১৫ই আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষা পরিচালনার জন্য ৩৩ দফা নির্দেশনা জারি করেছে, যার মধ্যে রয়েছে—পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ, কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ এবং সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি। এছাড়া, প্রতিটি তত্ত্বীয়, বহুনির্বাচনী (এমসিকিউ) এবং ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রশ্নপত্র বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো সার্বক্ষণিক নজরদারি করছে। প্রতিটি কেন্দ্রে প্রশ্নপত্র গ্রহণের সময় থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরার নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

আজ সকালে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাংলা কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানা গেছে। এরপর, লিখিত পরীক্ষা আগামী ১০ই আগস্ট পর্যন্ত চলবে। এরপর ১১ থেকে ২১শে আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন