বাংলাদেশ, রাজনীতি

এই ভূখণ্ডে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না: হাসনাত

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৩রা মে ২০২৫ ০১:২৫:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারীর অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ।

শনিবার (৩রা মে) সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এসে জড়ো হতে থাকেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

 

আজ শনিবার সকাল ৯টা থেকে শুরু হয় সমাবেশ। বেলা ১টা পর্যন্ত সমাবেশ চলার কথা রয়েছে। নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের চার দফা দাবি জানিয়েছে ইসলামী এই সংগঠনটি।

 

হেফাজতের সমাবেশে বক্তব্য রাখেন- আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।

 

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, এই ভূখণ্ডে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। শেখ হাসিনার ফাসি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

 

এ সময় মাহমুদুর রহমান বলেন, অপ্রয়োজনীয় কিছু সংস্কার কমিশন করে সময় নষ্ট করা হচ্ছে। নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে মূল লড়াই থেকে সরে না যাওয়া যাবে না।

 

ডিবিসি/ নাসিফ

আরও পড়ুন