আন্তর্জাতিক, ইউরোপ

"এই শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা চলছে গাজায়" - কড়া বার্তা স্পেনের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই জুলাই ২০২৫ ১০:৪৪:৪৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার (৯ই জুলাই) দেশের সংসদে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে "এই শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা" বলে অভিহিত করেছেন। এক আবেগঘন ভাষণে তিনি ইউরোপীয় ইউনিয়নকে এই নৃশংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কঠোর ভাষায় আহ্বান জানান।

পার্লামেন্টে দেওয়া ভাষণে সানচেজ বলেন, "নেতানিয়াহু সরকার গাজা এবং পশ্চিম তীরে যে মানবিক বিপর্যয় সৃষ্টি করছে, তা একবিংশ শতাব্দীর অন্যতম অন্ধকার অধ্যায় হিসেবে ইতিহাসে লেখা থাকবে। আর আপনারা এও জানেন যে, এই গণহত্যা বন্ধ করার জন্য ইউরোপ যথেষ্ট ভূমিকা পালন করছে না।"

 

সানচেজ জানান, তিনি ইউরোপীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 'অ্যাসোসিয়েশন চুক্তি' অবিলম্বে স্থগিত করার জন্য অনুরোধ করেছেন। ২০০০ সাল থেকে কার্যকর এই চুক্তির ভিত্তি হলো মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতি পারস্পরিক শ্রদ্ধা। সানচেজের যুক্তি, "যে দেশ ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন নীতিগুলোকে পদদলিত করে, সে কখনও ইউনিয়নের অংশীদার হতে পারে না। যে রাষ্ট্র ক্ষুধা ও যুদ্ধকে ব্যবহার করে একটি বৈধ রাষ্ট্রকে নিশ্চিহ্ন করতে চায়, সেও অংশীদার হতে পারে না।"

 

ইসরায়েল বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় তাদের সামরিক অভিযানের লক্ষ্য হলো হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করা। তবে সানচেজ শুরু থেকেই এই অভিযানের মানবিক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছেন।

 

ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে বরাবরই সোচ্চার সানচেজ। এর আগেও তিনি ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে একাধিকবার আহ্বান জানিয়েছেন। 
 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন