বাংলাদেশ, খেলাধুলা, ফুটবল

এশিয়ান কাপ বাছাই: ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতকে হারাল বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১-০ ব্যবধানের ঐতিহাসিক জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৮ই নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের খরা কাটালেন হামজা-সমিতরা। সর্বশেষ ২০০৩ সালের ১৮ই জানুয়ারি সাফ চ্যাম্পিয়নশিপে মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা আবারও ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পেল।

 

চোটের কারণে নেপালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে অনুপস্থিত থাকলেও, আজ একাদশে ফিরেই বাজিমাত করেন ফরোয়ার্ড শেখ মোরসালিন। ম্যাচের ১১তম মিনিটে রাকিব হোসেনের বাড়ানো দুর্দান্ত পাসে ভারতের গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে আলতো টোকায় বল জালে জড়ান তিনি। এটি মোরসালিনের আন্তর্জাতিক ক্যারিয়ারের সপ্তম গোল।

 

ম্যাচের ৩১তম মিনিটে ভারত সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল। গোলরক্ষক মিতুল মারমার ভুলে বল পেয়ে শট নিয়েছিলেন ভারতীয় ফরোয়ার্ড, কিন্তু গোললাইন থেকে হেড করে নিশ্চিত গোল বাঁচান হামজা চৌধুরী। প্রথমার্ধের ৪২ মিনিটে হামজা নিজেও গোল করার সুযোগ পেয়েছিলেন, তবে বক্সের বাইরে থেকে নেওয়া তার শটটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

 

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে আক্রমণ চালায় ভারত। তবে হামজা ও সমিতদের নিয়ে গড়া বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়তার সঙ্গে সব আক্রমণ প্রতিহত করে ১-০ গোলের জয় নিশ্চিত করে।

 

এই জয়ের ফলে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে, ২ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে অবস্থান করছে ভারত।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন