সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২৫শে আগস্ট) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এই তথ্য জানিয়েছে।
জাতিসংঘের কর্মকর্তাদের দেওয়া একটি খসড়া সূচি অনুযায়ী, ভারতের পর পাকিস্তান বক্তব্য রাখার সুযোগ পাওয়ায় ইসলামাবাদ কৌশলগতভাবে কিছুটা সুবিধা পেতে পারে। এর মাধ্যমে তারা নয়াদিল্লির বক্তব্যের সরাসরি জবাব দেওয়ার একটি সুযোগ পাবে।
খসড়া সূচি অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী সকালে বক্তব্য রাখবেন, অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ ইসরায়েল, চীন এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের বক্তব্য বিকেলে ধার্য করা হয়েছে।
পাকিস্তানের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার সঙ্গে উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তারিক ফাতেমিও থাকবেন বলে জানা গেছে।
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং এর উচ্চ-পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
ধারণা করা হচ্ছে, ভারত তার বক্তব্যে সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর জোর দেবে। অন্যদিকে, পাকিস্তান সরাসরি জবাব দেওয়ার সুযোগ পাওয়ায় কাশ্মীর এবং আঞ্চলিক শান্তিকে মূল বিষয় হিসেবে তুলে ধরবে।
তথ্যসূত্র: দ্য ডন
ডিবিসি/এমএআর