ভাগ্য সুপ্রসন্ন হলে কী না হতে পারে! যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি একই লটারি গেম খেলে এক মাসেরও কম সময়ের মধ্যে দুইবার ৫০,০০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লক্ষ টাকা) জিতে নিয়েছেন।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে। আরকানসাস স্কলারশিপ লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, পুলাস্কি কাউন্টির বাসিন্দা ট্র্যাভিস এস. নামের ওই ব্যক্তি "$50,000 Frenzy" নামের একটি স্ক্র্যাচ-অফ টিকিট কিনে এই বিশাল পুরস্কার জেতেন। তিনি লিটল রক শহরের একটি স্থানীয় স্টোর থেকে টিকিটটি কিনেছিলেন।
বিস্ময়ের ব্যাপার হলো, জুলাই মাসেই তিনি একই গেম থেকে প্রথমবার ৫০,০০০ ডলার জিতেছিলেন। তাই দ্বিতীয়বার জেতার পর নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। ট্র্যাভিস তার প্রতিক্রিয়ায় বলেন, "আমি ভাবতেও পারিনি যে এই টিকিট থেকে আমি আবার জিততে পারি!"
তিনি তার এই সৌভাগ্যের কারণ হিসেবে একটি ভালো কাজকে উল্লেখ করেছেন। ট্র্যাভিস জানান, টিকিট কেনার ঠিক আগেই তিনি দুর্দশাগ্রস্ত এক অপরিচিত ব্যক্তিকে ১০০ ডলার সাহায্য করেছিলেন। তার বিশ্বাস, এই সৎকর্মের ফল হিসেবেই ভাগ্য তার সহায় হয়েছে।
ট্র্যাভিস জানিয়েছেন, এই পুরস্কারের অর্থ দিয়ে তিনি একটি নতুন গাড়ি কিনবেন এবং তার সৎ-মেয়ের জন্য ভলিবল খেলার নতুন জুতো কিনে দেবেন।
তথ্যসূত্র এমএসএন।
ডিবিসি/এমইউএ