ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি স্বীকার করেছেন যে তার দেশ ক্রমবর্ধমান অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হচ্ছে এবং ভবিষ্যতে তাকে আত্মনির্ভরশীল হতে হবে।
বিশেষত, অস্ত্র আমদানিতে সম্ভাব্য নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধের মুখে এই বিচ্ছিন্নতা আরও স্পষ্ট হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার (১৫ই সেপ্টেম্বর) জেরুজালেমে অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে নেতানিয়াহু বলেন, 'ইসরায়েল এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে।' তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ইসরায়েলকে একটি স্বনির্ভর অর্থনীতির দিকে যেতে হতে পারে, যা বিদেশি বাণিজ্যের ওপর নির্ভরশীলতা কমাবে।
নেতানিয়াহু এই পরিস্থিতির জন্য ইউরোপে মুসলিম অভিবাসীদের আগমন এবং কাতার ও চীনের মতো দেশের অনলাইন প্রচারণাকে দায়ী করেছেন। তিনি বলেন, এই প্রচারণা ইসরায়েল-বিরোধী মনোভাব তৈরি করছে এবং এর ফলস্বরূপ দেশগুলো ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করতে পারে।
নেতানিয়াহু আরও বলেন, 'আমাদের এখানে অস্ত্র শিল্প গড়ে তুলতে হবে। শুধু গবেষণা ও উন্নয়ন নয়, বরং আমাদের প্রয়োজনীয় সব অস্ত্র উৎপাদন করার সক্ষমতাও অর্জন করতে হবে।'
তবে বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর এই মন্তব্যকে "উন্মাদনা" বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের এই বিচ্ছিন্নতা কোনো ভাগ্যের বিধান নয়, বরং নেতানিয়াহু এবং তার সরকারের ভুল ও ব্যর্থ নীতির ফল। লাপিদের মতে, এই নীতি ইসরায়েলকে একটি তৃতীয় বিশ্বের দেশে পরিণত করছে।
তথ্যসূত্র টাইমস অব ইসরায়েল।
ডিবিসি/এমইউএ