বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটি দল নতুন করে ভারতের সাথে আপোষ করে দেশ শাসনের জন্য বাংলাদেশকে তাদের কাছে বিক্রি করে দিতে চায়। তবে এদেশের সাধারণ মানুষ ও ৪ কোটি যুবক তা কখনোই হতে দিবে না।
কুমিল্লা-১১ আসনে তার নির্বাচনি এলাকা চৌদ্দগ্রামের চিওড়া স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনী আচরণবিধি ও ফ্যামিলি কার্ড প্রসঙ্গে ডা. তাহের বলেন, ফ্যামিলি কার্ড ভুয়া এবং খোদ প্রধান নির্বাচন কমিশনার এটাকে বেআইনি বলে ঘোষণা করেছেন। এগুলো স্পষ্টত নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন।
উক্ত সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশে মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকতে হবে। আগামীতে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে উল্লেখ করে তিনি ভোটকেন্দ্র দখলকারীদের সতর্ক করেন।
তিনি বলেন, যারা কেন্দ্র দখল করতে আসার চিন্তা করছেন, তারা যেন বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হন। সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
ডিবিসি/আরএসএল