ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে বোন নাজিয়া তাবাসসুম নিঝুমের (১৩) পর এবার না ফেরার দেশে চলে গেলেন ছোট ভাই আরিয়া নাশরাফ নাফি (৯)।
মাত্র একদিনের ব্যবধানে দুই সন্তানের মৃত্যুতে তাদের পরিবার ও গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। ভাই-বোনকে ঢাকার উত্তরার কামারপাড়ার একটি কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
নিহত নাজিয়া তাবাসসুম নিঝুম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল এবং তার ছোট ভাই আরিয়া নাশরাফ নাফি একই স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত। তারা ভোলার দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের দক্ষিণ জয়নগর গ্রামের নুর মিয়ার হাট সংলগ্ন চান কাজী বাড়ির অবসরপ্রাপ্ত সেনা সদস্য আশরাফুল ইসলাম নীরব ও তাহমিনা দম্পতির একমাত্র সন্তান ছিল। এই মর্মান্তিক দুর্ঘটনায় নীরব-তাহমিনা দম্পতি নিঃসন্তান হয়ে গেলেন।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে স্কুল চত্বরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে নিঝুম ও নাফি গুরুতরভাবে দগ্ধ হয়। তাদের শরীরের যথাক্রমে ৯০ ও ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ৩টার দিকে বোন নিঝুমের মৃত্যু হয়। এর একদিন পর, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভাই নাফিও মৃত্যুর কাছে হার মানে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে।
ডিবিসি/জেআরওয়াই