বাংলাদেশ, জাতীয়

একদিনে নির্বাচন কমিশনে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। এছাড়া অপর দুই উপদেষ্টা এক মতবিনিময় সভায় যোগ দেন। সবমিলিয়ে একদিনে নির্বাচন কমিশনে চার উপদেষ্টা পা রাখেন।

মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। এতে বলা হয়, নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনাবিষয়ক এক মতবিনিময় সভায় বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের অপর দুই উপদেষ্টা।

 

রুহুল আমিন মল্লিক জানান, দুপুর ২টার দিকে তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন।

 

তিনি আরও জানান, নির্বাচন কমিশন ভবন অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভার দ্বিতীয় সেশনে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিকেল সাড়ে ৪টার দিকে তারা কমিশন ছেড়ে যান। তবে তারা সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি।

 

এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচন ভবনে পৌঁছালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ চার উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

 

রুহুল আমিন মল্লিক জানান, নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দেন এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেন।

 

সভায় সকল বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলাপ্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন