কখনো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, কখনো রিক্রুটিং এজেন্সি, আকুতি নিয়ে দ্বারে দ্বারে ঘুরে ফিরেন মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মী। এভাবে আশ্বাসে আশ্বাসে কেটে গেছে একটি বছর। কোনো ফল আসেনি। পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের। মালয়েশিয়া যাওয়া নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ চান তারা। আর আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠকে বিষয়টি সমাধানের আশা করছে জনশক্তি রপ্তানিকারক সংগঠন বায়রা।
অতিরিক্ত বিমান ভাড়া ও সিন্ডিকেটের দৌরাত্ম্যসহ নানা জটিলতায় গত বছরের মে মাসে মালয়েশিয়া যেতে পারেনি ১৮ হাজার কর্মী। পরে চলতি বছরের মার্চ-এপ্রিলে ৮ হাজার কর্মী পাঠানোর কথা জানিয়েছিল পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। শেষ পর্যন্ত মালয়েশিয়া যেতে পারেননি একজন কর্মীও। এমনকি এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতিও নেই। এতে হতাশ ও ক্ষুব্ধ ভুক্তভোগীরা সরকারের কার্যকর পদক্ষেপ চায়।
আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় দু'দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠকে বিষয়টি সুরাহার আশা করছে জনশক্তি রপ্তানিকারক সংগঠন বায়রা। মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীর বিষয়টি অগ্রাধিকার দেয়ার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। দুই দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠকে বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপনের দাবি ভুক্তভোগীদের।
ডিবিসি/ রাসেল