বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত চাঁপাইনবাবগঞ্জের তারেক হোসেনের পরিবার একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হলেও তারা একটি স্থায়ী বসবাসের ব্যবস্থা ও অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেছে। প্রশাসন আগামীতে কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দক্ষিণ ইসলামপুরের বাসিন্দা তারেক হোসেন কাজের সূত্রে পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। গত বছরের ৫ই আগস্ট আন্দোলনকারীদের সঙ্গে মিছিলে অংশ নিলে শেরে বাংলা নগর থানার চৌরাস্তা মোড়ে তিনি গুলিবিদ্ধ হন। চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ৯ই আগস্ট বিকেলে তিনি মারা যান।
একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারেকের ছয় সদস্যের পরিবারটি এখন দিশেহারা। তারেকের মা-বাবা, বোন, দাদি ও প্রতিবেশীরা এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, তারেক হাসানের পরিবারকে ৪ শতক খাস জমি বন্দোবস্ত, নগদ অর্থ এবং ১০ লাখ টাকার সঞ্চয়পত্র করে দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ আগামীতে পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন। তবে পরিবারটির দাবি, স্থায়ী ভাতা ও বসবাসের ব্যবস্থার পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
ডিবিসি/ এইচএপি