বাংলাদেশ, জেলার সংবাদ

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন নারী

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১০ই জুন ২০২৩ ১০:০৫:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের লালপুরে বন্যা খাতুন (২৩) নামে এক নারী একসঙ্গে তিনটি যমজ বাচ্চা প্রসব করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভূমিষ্ঠ হওয়া ওই তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (১০ জুন) সকালে উপজেলার গোপালপুরের মুক্তার জেনারেল হাসপাতালে তিন কন্যা সন্তান প্রসব করেন বন্যা খাতুন নামের ওই নারী। বর্ণা খাতুন উপজেলার নবীনগর গ্রামের রেজাউল করিমের স্ত্রী। 

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসব ব্যথা নিয়ে ওই প্রসূতি নারী শনিবার ভোরে মুক্তার জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকরা সফল অপারেশনের মাধ্যমে তার গর্ভ থেকে একে একে তিনটি সন্তান বের করে আনেন। এ বিষয়ে ওই নারীর স্বামী রেজাউল করিম বলেন, একসঙ্গে ৩ জমজ সন্তান পেয়ে আমরা খুবই খুশি। কিন্তু আমি রাইস মিলে দিনমজুরি করে কোনো রকম সংসার চালাই। আমার ৪ বছরের আরও এক মেয়ে রয়েছে। কীভাবে সন্তানদের দুধসহ আনুষঙ্গিক খরচ মিটাবো এ চিন্তায় আছি। 

এ বিষয়ে হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন বলেন, বর্ণা খাতুনের পিভিয়াস সিজার করা থাকায় তার সিজারিয়ান অপারেশন করতে হয়েছে। এখন মা ও তিন বাচ্চা সুস্থ আছে।

ডিবিসি/কেএমএল

আরও পড়ুন