প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’কে একত্রীকরণের মাধ্যমে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম নিকার সভা অনুষ্ঠিত হয়। সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাবও গৃহীত হয়েছে।
এছাড়া প্রশাসনিক প্রয়োজনে নতুন তিনটি থানা স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর জেলায় ‘পূর্বাচল উত্তর’, নারায়ণগঞ্জ জেলায় ‘পূর্বাচল দক্ষিণ’ এবং কক্সবাজার জেলায় ‘মাতারবাড়ী’ নামে তিনটি থানা গঠন করা হবে।
ডিবিসি/ এসএফএল