বাংলাদেশ, জাতীয়

৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ও এক কার্গো এলএনজি কিনবে সরকার

বাসস

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই জুলাই ২০২৫ ০৭:২৯:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার এবং এক কার্গো এলএনজি সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ মঙ্গলবার (৮ই জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এই বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৬তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে প্রায় ৫৩১ কোটি ৫৬ লাখ টাকায় স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি সংগ্রহ করবে। যার প্রতি একক এলএনজির দাম পড়বে ১২ দশমিক ৬২ মার্কিন ডলার।

 

শিল্প মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) বাংলাদেশের কাফকো থেকে ১৮তম লটের আওতায় ১৪৬ কোটি ৫৩ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার কিনবে। যার প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৯৭ দশমিক ৭৫ মার্কিন ডলার।

 

এছাড়াও, আজকের ক্রয় কমিটির সভায় বিদ্যুৎ বিভাগের দুটি প্রস্তাব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের একটি করে প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

 

ডিবিসি/ এএমটি

আরও পড়ুন