ওসমান হাদি হত্যার বিচার, অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (১৯শে ডিসেম্বর) বিকেল ৩টা থেকে প্রায় ৪টা পর্যন্ত মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করে তারা। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।
অবরোধকারীরা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় অবরোধকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান। এক ঘণ্টা পর আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।
ডিবিসি/কেএলডি