ডেনমার্কের বিমান চলাচলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। সম্প্রতি দেশটি প্রথমবারের মতো সম্পূর্ণ বৈদ্যুতিক বিমানের সফল পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে।
মার্কিন অ্যারোস্পেস কোম্পানি 'বেটা টেকনোলজিস'-এর তৈরি 'আলিয়া সিটিওএল' নামের এই বিমানটি সন্ডারবোর্গ বিমানবন্দর থেকে ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোপেনহেগেন বিমানবন্দরে অবতরণ করে। এই ঐতিহাসিক ফ্লাইটটি জীবাশ্ম জ্বালানিমুক্ত বিমান চলাচলের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
নির্মাতাদের মতে, এই বৈদ্যুতিক বিমানটিকে বৈদ্যুতিক গাড়ির জন্য ব্যবহৃত স্ট্যান্ডার্ড ফাস্ট চার্জার দিয়ে মাত্র ২০ থেকে ৪০ মিনিটের মধ্যে চার্জ করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তির প্রসারের জন্য বিমানবন্দরগুলোতে ধীরে ধীরে চার্জিং অবকাঠামো সম্প্রসারণ করতে হবে।
'আলিয়া সিটিওএল' বিমানটি ১৫ মিটার প্রশস্ত ডানার একটি ছোট বিমান, যা একটি স্প্রিন্টার ভ্যানের আকারের সমান। বেটা টেকনোলজিসের তথ্য অনুযায়ী, এটি ঘণ্টায় সর্বোচ্চ ২৮১ কিলোমিটার গতিতে উড়তে পারে। কোম্পানিটির দাবি, এই ফিক্সড-উইং বৈদ্যুতিক বিমানটি প্রচলিত বিমান ও হেলিকপ্টারের তুলনায় একটি নিরাপদ, শব্দহীন এবং স্বল্প খরচের বিকল্প।
তথ্যসূত্র ইউরোনিউজ।
ডিবিসি/এমইউএ