বাংলাদেশ, রাজনীতি

এক চেতনার বদলে আরেক চেতনার উদ্ভব হয়েছে: রিজভী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই আগস্ট ২০২৫ ০৩:১৭:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এক চেতনার বদলে এখন আরেক চেতনার উদ্ভব হয়েছে।

তিনি প্রশ্ন তুলেছেন, যারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কেন উঠছে, যা ‘নতুন করে শেখ হাসিনার পুনরাবৃত্তির’ ইঙ্গিত দিচ্ছে কি না।

 

শনিবার (১৬ই আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, "জুলাই আন্দোলনে শিশু-কিশোররা আবাবিল পাখির ঝাঁকের মতো রাজপথে নেমে এসেছিল। এর মাধ্যমে আমরা যেমন মুক্তি পেয়েছি, তেমনি গণতন্ত্রও মুক্তি পেয়েছে।"

 

তবে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ধর্মের নামে দেশে নতুন এক ধরনের চেতনার উত্থান লক্ষ্য করা যাচ্ছে এবং একটি নির্দিষ্ট সংগঠনের লোকজন এখন সর্বত্র অবস্থান করছে।

 

তিনি অভিযোগ করে বলেন, "যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কেন? তাহলে কি নতুন করে শেখ হাসিনার পুনরাবৃত্তি হচ্ছে?" তিনি আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, "শেখ হাসিনার প্রভাব যেন আবারও নতুনভাবে দেশের ওপর ভর করেছে।"

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন