থাইল্যান্ডের ইন্টারনেট সেনসেশন এবং আদুরে পিগমি জলহস্তী মু ডেং বৃহস্পতিবার (১০ জুলাই) তার প্রথম জন্মদিন পালন করলো। এই উপলক্ষে খাও খিও ওপেন চিড়িয়াখানায় ছিল চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। হাজার হাজার ভক্তের উপস্থিতিতে মু ডেং তার মায়ের সাথে বিশাল এক ফলের কেক খেয়ে জন্মদিন উদযাপন করে।
থাই ভাষায় 'মু ডেং' নামের অর্থ ' bouncy pig বা গোলগাল শূকর'। গত বছর তার গোলাপি গাল এবং সুন্দর আচরণের ছবি ও ভিডিও অনলাইনে ভাইরাল হওয়ার পর সে বিশ্বজুড়ে তারকা খ্যাতি লাভ করে। তাকে নিয়ে তৈরি হয়েছে অগণিত ফ্যান আর্ট, গান, মিমস এবং বিভিন্ন সামগ্রী।
জন্মদিন উপলক্ষে চিড়িয়াখানা কর্তৃপক্ষ মু ডেং এবং তার ২৬ বছর বয়সী মা 'জোনা'-র জন্য ২০ কেজি ওজনের একটি বিশেষ 'বার্থডে কেক' তৈরি করে। থাইল্যান্ডের ঐতিহ্যবাহী পদ্ধতিতে খোদাই করা বিভিন্ন গ্রীষ্মমণ্ডলীয় ফল ও সবজি দিয়ে এই কেক বানানো হয়, যা তিনজন চিড়িয়াখানার কর্মী মিলে তার খাঁচায় নিয়ে আসেন।
জন্মদিনের এই উৎসবে যোগ দিতে রাজধানী ব্যাংকক থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত এই চিড়িয়াখানায় হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান। ৩৮ বছর বয়সী দর্শনার্থী কোরকাইউ থংসিপজেদ তার সন্তানদের নিয়ে এসেছিলেন মু ডেংকে দেখতে। তিনি বলেন, "আমরা এখানে আটজনের একটি পরিবার এসেছি। বাচ্চারা আজ ওর জন্মদিনে ওকে দেখতে চেয়েছিল, কারণ ওরা ওকে আগে কখনো বাস্তবে দেখেনি।" তিনি আরও বলেন, "ওকে দেখে আমরা খুব খুশি। ও খুবই আদুরে। লাইনে দাঁড়িয়ে ওকে দেখাটা সার্থক হয়েছে। এটা বাচ্চাদের শৈশবের স্মৃতি হয়ে থাকবে।"
চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। বাবা-মায়েরা তাদের সন্তানদের কাঁধে তুলে মু ডেং-এর এক ঝলক দেখানোর চেষ্টা করছিলেন। সবাই মোবাইল ফোনে এই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দী করতে ব্যস্ত ছিলেন।
তথ্য:রয়টার্স
ডিবিসি/জেআরওয়াই