বাংলাদেশ, জাতীয়

এক দিন আগেই দিল্লিতে পৌঁছেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কলম্বো সিকিউরিটি কনক্লেভে (সিএসসি) যোগ দিতে পূর্বনির্ধারিত সূচির এক দিন আগেই ভারতে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

বুধবার (১৯শে নভেম্বর) তার ভারত সফরে যাওয়ার কথা থাকলেও, মঙ্গলবার (১৮ই নভেম্বর) সন্ধ্যায় তিনি রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান।

 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খলিলুর রহমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্বাগত জানান।

 

আগামী বৃহস্পতিবার (২০শে নভেম্বর) দিল্লির ঐতিহাসিক হায়দরাবাদ হাউসে ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’ বা সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে অংশগ্রহণ শেষে ওই দিন বিকেলেই খলিলুর রহমানের দিল্লি ত্যাগ করে দেশে ফেরার কথা রয়েছে।

 

তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফরটি বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে। মাত্র একদিন আগে, গত সোমবার (১৭ই নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের গণহত্যার দায়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। গত বছরের ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতের দিল্লিতেই অবস্থান করছেন বলে জানা গেছে।

 

ট্রাইব্যুনালের রায়ের পরপরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে রায়ের বিষয়টি তাদের ‘নজরে এসেছে’, তবে হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তারা এখনো কোনো মন্তব্য করেনি। দুই দেশের সম্পর্কের এমন এক টানাপোড়েনের মুহূর্তে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নির্ধারিত সময়ের আগেই দিল্লি পৌঁছানোকে ঘিরে কূটনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে। 

 

দিল্লি সফরকালে ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বা দ্বিপাক্ষিক অন্য কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে তার কোনো আলোচনা হয় কি না, তা নিয়ে জোর জল্পনা-কল্পনা চলছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন