বাংলাদেশ, জাতীয়, রাজধানী

এক বছরেও হয়নি 'জুলাই সনদ' এবং 'জুলাই ঘোষণাপত্র'

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ৪ঠা জুলাই ২০২৫ ১১:১৮:২৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অভ্যুত্থানের এক বছরেও হয়নি 'জুলাই সনদ' এবং 'জুলাই ঘোষণাপত্র'। এ নিয়ে জল ঘোলাও কম হয়নি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও বার বার ঘুরে ফিরে আসছে এই সনদের কথা।

খোদ ঐকমত্য কমিশনের এক সদস্য বলছেন, সনদ এবং ঘোষণাপত্র নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর, সংবিধান মেনে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার অনেক পরে জুলাই সনদের দাবি উঠে। যদিও আগের সরকারের পতনের সময়ই এই সনদ হওয়া উচিত ছিল। ঐকমত্য কমিশনের আশা, এ মাসের মাঝামাঝি ভিত্তি পাবে 'জুলাই সনদ'।

 

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল গেল বছরের জুলাইয়ে, সেই আন্দোলন একসময় হয়ে উঠে সরকার পতনের এক দফা আন্দোলন। 
 

ছাত্রদের নেতৃত্বে গড়ে উঠা এই আন্দোলনে এক পর্যায়ে স্বতস্ফূর্তভাবে অংশ নেয় জনতা। ৫ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের। ৮ই আগস্ট বর্তমান সংবিধান মেনেই ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

 

এর বেশ কিছুদিন পর থেকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে উচ্চকিত হয় গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। চলে আলটিমেটাম ও আন্দোলন। যদিও ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। কারণ যে সময় আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, সেসময়ই এই সনদ উপস্থাপিত হওয়ার কথা।

 

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও বারবার উচ্চারিত হচ্ছে 'জুলাই সনদ' ও 'জুলাই ঘোষণাপত্র'। তবে যে সনদ দেয়ার কথা আন্দোলনকারীদের, সেটির খসড়া এখন তৈরি করছে সরকার। জাতীয় ঐকমত্য কমিশন বলছে, দেশের সব রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত প্রকাশ পাবে না এই দলিল। তাহলে কবে আসবে এই ঐতিহাসিক সনদ?

 

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের বলেন, এ মাসের মাঝামাঝি ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদের একটি কাঠামো নির্ধারণ সম্ভব হবে।

 

জুলাই সনদ ও জুলাই ঘোষণা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে মনে করেন, ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।  তিনি বলেন, জুলাই সনদ হতে হবে একটি জাতীয় দলিল। এর ভিত্তি হবে সব রাজনৈতিক দলের ঐকমত্য এবং সেটিই হবে জুলাই ঘোষণাপত্রের মূল শক্তি।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন