বাংলাদেশের সিংহভাগ মানুষ চায় যে কোনো ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে না পারুক। সম্প্রতি 'সুশাসনের জন্য নাগরিক' (সুজন) পরিচালিত এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে, যেখানে ৮৯ শতাংশ অংশগ্রহণকারী এই মতের পক্ষে সমর্থন জানিয়েছেন।
মঙ্গলবার (১২ই আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। দেশব্যাপী পরিচালিত এই জরিপে আরও দেখা যায় যে, ৭১ শতাংশ নাগরিক আইনসভার উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির মাধ্যমে আসন বণ্টনের পক্ষে।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬৯ শতাংশ দ্বিকক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। ৮৭ শতাংশ মানুষ মনে করেন, প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতার পদ একই ব্যক্তির হাতে থাকা উচিত নয়। এছাড়া, ৮৬ শতাংশ উত্তরদাতা চান সংসদের নিম্নকক্ষে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হোক।
নির্বাচনী ব্যবস্থা সংস্কারের বিষয়েও জোরালো মতামত পাওয়া গেছে। ৮৭ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, নির্বাচনের সময়ে ভোটকে প্রভাবিত করতে পারে এমন কোনো নির্বাহী পদক্ষেপ গ্রহণের আগে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা উচিত। পাশাপাশি, নির্বাচন অনুষ্ঠানের ৪৮ ঘণ্টার মধ্যে এর স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে নির্বাচন কমিশনকে একটি প্রত্যয়নপত্র প্রকাশের পক্ষে মত দিয়েছেন ৮৬ শতাংশ মানুষ।
ডিবিসি/এফএইচআর