বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ

এক মাসের মধ্যে বাড়বে আলুর দাম: বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ৫ই সেপ্টেম্বর ২০২৫ ০৫:৫১:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী এক মাসের মধ্যে আলুর দাম বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শুক্রবার (৫ই সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, আলুর মূল্য পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে অনেকবার বিশদ আলোচনা হয়েছে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, গত বছর আলুর কেজি প্রতি দাম ৮০ থেকে ৯০ টাকায় পৌঁছেছিল। সেই বাড়তি দামের কারণে উৎসাহিত হয়ে এ বছর কৃষকেরা বিপুল পরিমাণে আলুর চাষ করেছেন, যা প্রয়োজনের তুলনায় বেশি। এই অতিরিক্ত উৎপাদনের ফলে বাজারে আলুর দাম কমে যাওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

 

তিনি আরও জানান, এই সংকট মোকাবেলায় সরকার একদিকে আলু রফতানিতে প্রণোদনা দিচ্ছে, অন্যদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে বাজার থেকে সরাসরি আলু কিনে তা বিক্রি ও রফতানির চেষ্টা চালাচ্ছে। তবে তিনি মনে করেন, শুধু টিসিবির মাধ্যমে আলু ক্রয় এই বিশাল সংকট মোকাবেলার জন্য যথেষ্ট নয়।

 

উপদেষ্টা বলেন, এই পরিস্থিতিতে কৃষকদের উপযুক্ত মূল্য পাইয়ে দেওয়ার জন্য রফতানিই একমাত্র এবং সবচেয়ে কার্যকর উপায়। আমরা যদি আলু সফলভাবে রফতানি করতে পারি, তবেই এই সংকট মোকাবেলা করা সম্ভব হবে।

 

আলুর বাজার নিয়ন্ত্রণে কোনো সিন্ডিকেট বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আলু নিয়ে কোনো অসাধু চক্র বা সিন্ডিকেট তৈরি হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। যারা এর সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন