আন্তর্জাতিক, আরব

এক শরীর থেকে দুই বোনকে আলাদা করলেন সৌদির চিকিৎসকরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৭শে জুলাই ২০২৫ ০৯:২২:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এক জটিল ও সফল অস্ত্রোপচারের মাধ্যমে সিরীয় যমজ শিশু সেলিন ও এলিনকে সফলভাবে পৃথক করেছে সৌদি আরবের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। এক বছর পাঁচ মাস বয়সী এই দুই শিশুর অস্ত্রোপচারটি টানা আট ঘণ্টা ধরে চলে। রাজধানী রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটির অন্তর্গত কিং আব্দুল্লাহ স্পেশালিস্ট চিলড্রেন'স হসপিটালে এই অত্যন্ত জটিল অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। উদ্যোগটি সৌদি আরবের ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়েছে।

কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের সুপারভাইজার জেনারেল এবং চিকিৎসক দলের প্রধান ড. আব্দুল্লাহ আল-রাবিয়াহ অস্ত্রোপচারের সাফল্য নিশ্চিত করে জানান, এই অভিযানে শিশু সার্জারি, অ্যানেস্থেসিওলজি, প্লাস্টিক সার্জারি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সহায়ক ক্ষেত্রের ২৪ জন পরামর্শক ও বিশেষজ্ঞ চিকিৎসকের একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম অংশগ্রহণ করে। অস্ত্রোপচারের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ নির্ভুলতা নিশ্চিত করতে দলটি নিরলসভাবে কাজ করেছে।

 

এই কর্মসূচির আওতায় শুরু হওয়ার পর বিগত ৩৫ বছর ধরে বিশ্বের ২৭টি দেশ থেকে আসা ১৫০টি কেস সমাধানের চেষ্টা করা হয়েছে।

 

ড. আল-রাবিয়াহ সৌদি আরবের নেতৃত্বের প্রতি তাদের অটল সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চিকিৎসক দলের দক্ষতা ও উৎসর্গের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “এই অর্জন সৌদি আরবের চিকিৎসা পেশাদারদের উচ্চমানের দক্ষতা এবং বিশ্বজুড়ে মানুষের সেবা করার মানবিক মিশনের এক উজ্জ্বল প্রমাণ। এই ধরনের মাইলফলকগুলো সংযুক্ত যমজ শিশুর অস্ত্রোপচারের ক্ষেত্রে সৌদি আরবের খ্যাতিকে আরও দৃঢ় করে।”

 

রিয়াদে অবস্থিত সিরীয় দূতাবাসের চার্জে ডি'অ্যাফেয়ার্স হুসেইন আব্দুলআজিজ সৌদি সরকার এবং চিকিৎসক দলের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সৌদি আরবের উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রশংসা করে বলেন, এই অস্ত্রোপচার সৌদি আরব ও সিরিয়ার মধ্যে বিদ্যমান শক্তিশালী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতীক।

সূত্র: সৌদি গেজেট

ডিবিসি/এমএআর

আরও পড়ুন