গাজা সিটির পূর্বাঞ্চলে হাজার হাজার পরিবার গত প্রায় এক সপ্তাহ ধরে পানি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে শহরটির পৌরসভা। এর ফলে সেখানকার ফিলিস্তিনিরা তীব্র পানিশূন্যতায় ভুগছেন, যা বাহ্যিক হস্তক্ষেপ ছাড়া সমাধান করা অসম্ভব।
পৌরসভার একজন মুখপাত্র, আসেম আল-নাবি, আল জাজিরাকে এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ইসরায়েলি অবরোধ এবং চলমান সংঘাতে পানির লাইন এবং কূপগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ না থাকায় পাম্প চালানো সম্ভব হচ্ছে না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আসেম আল-নাবি আরও জানান, এই "পানি অবরোধের" কারণে সেখানকার বাসিন্দারা, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। তিনি বলেন, "মানুষ পানিশূন্যতায় ভুগতে শুরু করেছে, যা মোকাবিলা করার মতো সক্ষমতা আমাদের নেই।"
বিশুদ্ধ পানির অভাবে মানুষ দূষিত উৎস থেকে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছে, যা থেকে পানিবাহিত রোগ যেমন কলেরা এবং ডায়রিয়া ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ, যাতে দ্রুত পানি সরবরাহ পুনঃস্থাপন করে একটি আসন্ন মানবিক বিপর্যয় এড়ানো যায়।
তথ্যসূত্র আল জাজিরা।
ডিবিসি/এমইউএ